ভারত জুড়ো যাত্রায় রাজ্য কংগ্রেস ও সামিল

হাবেলী প্রতিবেদন। ৮ সেপ্টেম্বর। আগরতলা।

জাতীয় কংগ্রেসের ভারত জুড়ো যাত্রা গতকাল থেকে শুরু হয়েছে। দলের নেতা রাহুল গান্ধী দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছেন। এই কর্তসুচী শেষ হবে কাশ্মীরে।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে কংগ্রেস দলের পক্ষ থেকে সর্বধর্ম গ্ৰন্থ পাঠের আয়োজন করা হয় কংগ্রেস ভবনের সামনে।

এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা, পর্যবেক্ষক জারিতা লাইটফ্লাং, বিধায়ক সুদীপ রায়বর্মন এবং আশিষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজ সকালে কংগ্রেস ভবনের সামনে থেকে একটি পথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।পদযাত্রা য় কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে জেলা, ব্লক পর্যায়ে সংগঠিত করা হবে বলে শ্রীসিনহা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।