অকাল বর্ষণে শীত কালীন সবজি ক্ষতি : চাষীর মাথায় হাত

হাবেলী প্রতিবেদন।৪ সেপ্টেম্বর। আগরতলা।

অকাল বর্ষণের কারণে আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে। সেই সকল সবজি এই বৃষ্টির কারণে সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে। এই সবজি আর রক্ষা করা সম্ভব হবে না।

আজকের বৃষ্টির ফলে আসন্ন দুর্গোৎসব সময় বাজারে সবজি দাম থাকবে আকাশচুম্বী। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে সবজি বাজারে গিয়ে।এসময় অধিকাংশ মানুষ নিরামিষ ভোজন করেন। অন্নকোট ও এসময় হয়ে থাকে।

সেই দিকে লক্ষ্য রেখে সবজি চাষি গন আগাম শীতকালীন সবজি চাষ করতে শুরু করেন। কেননা এই বার প্রচন্ড খরাতে জলা জমি ছাড়া উঁচু জমি তে ধান চাষ করা সম্ভব হয় নি। অধিকাংশ জমি এই বার অনাবাদি পড়ে রয়েছে। অনেক জায়গায় এমন ও হয়েছে একবার জমি টাকটর দিয়ে চাষ দিয়ে রাখার পর জলের অভাবে জমি শুকিয়ে কাঠ হয়ে যায়। জলের অভাবে জমি চাষ করা যায় নি। বীজতলা তে ধানের চারা রয়েছে। সেই ধানের চারা রোপণ করা যায়নি জমিতে।যেসব চাষী ব্যাঙ্ক ঋণ নিয়ে আমন ধান চাষ করতে নেমেছে ন। এই সব চাষী পড়েছেন চরম দুর্ভোগে। জমি চাষ করতে না পারায় ব্যাঙ্ক ঋণ ফেরত দিতে পারবে না চাষী।

অন্যদিকে আগাম আলু চাষ যেসব জমিতে করা হয়েছে। সেই সব জমিতে জল দাঁড়িয়ে যাবে। জল দাঁড়িয়ে থাকে । তাহলে জল লেগে আলুগাছ পোচে নষ্ট হয়ে যাবে।

এছাড়া ধনিয়া গাছ বৃষ্টিতে ভিজে একেবারে নষ্ট হবে। সেই ধনিয়া কিছু তেই বাঁচানো সম্ভব হবে না। সবধরনের সবজি আগাম বৃষ্টির হাত থেকে রক্ষা করা যাবে না।ফলে চাষীরা পড়বে চরম দুর্ভোগে।

অন্যদিকে এই বৃষ্টি একপক্ষকাল আগে হলে ধান চাষীদের ভীষণ উপকার হত। এখন কার বৃষ্টি ধানচাষীদের কাজে লাগবে না।

অপরদিকে যেসকল চাষী কোন ভাবেই ধান চারা রোপণ করতে সক্ষম হয়েছে।সেই সকল চাষী গন লাভবান হবে।এই বৃষ্টি তে সেই সকল ধান গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। সেই সকল চাষী দের মুখে হাসি ফুটে উঠবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।