হাবেলী প্রতিবেদন। 8 সেপ্টেম্বর। আগরতলা।
রাজ্যে ৪ টি মডেল ইনক্লুসিভ স্কুল চালু করা হবে। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সাধারণ সুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের এক সঙ্গে পঠন পাঠান করার উদ্যোগ নেয়া হয়েছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রন একথা সাংবাদিকদের জানান।
তিনি আরো বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় চারটি স্কুলকে মডেল ইনক্লুসিভ স্কুল হিসেবে চালু করার জন্য চিহ্নিত করা হয়েছে। এই গুলো হল প্রশ্চিম ত্রিপুরাতে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। গোমতী জেলাতে কিরিট বিক্রম ইন্সটিটিউশন, খোয়াই জেলা তে কবি নজরুল বিদ্যাভবন এবং উত্তর জেলার চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত শিশু দের গুনগত মান বৃদ্ধির জন্য সমাজশিক্ষা দপ্তরের সহযোগিতায় মুকুল প্রকল্প চালু করা হবে।
কেন্দ্রীয় সরকারের প্রাকপ্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের গুনগত শিক্ষার মান বাড়াতে নিপুণ ভারত প্রকল্প চালু করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী পোষন অভিমান প্রকল্পে এসোসিয়েশনের ব্লকের স্কুলগুলিতে প্রাত: ভোজনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ৩০৪ টি বিদ্যালয় ডিজিটাল লাইব্রেরি চালু করা হয়েছে।আটিফিসিয়াল ইন্টেলিজেন্ট ল্যাব রাজ্যের দুই টি বিলোনীয়া ইংলিশ মিডিয়াম স্কুল এবং আগরতলা শিশু বিহার স্কুল।বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ৯ টি ছাত্রাবাস তৈরি করা হবে।