হাবেলী প্রতিবেদন। আগরতলা। ১২ সেপ্টেম্বর।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন তৎপরতা শুরু করেছে। আজ রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কমিটি নির্বাচন করার লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আজ ঘোষণা করেছেন। ধারনা করা হচ্ছে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর বর্তী সময়ে নির্বাচন দিন ক্ষন ঘোষণা করা হতে পারে।
৫৮৭ টি ভিলেজ কমিটি নির্বাচন মেয়াদ আজ থেকে প্রায় দেড় বছর আগে শেষ হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন অজুহাতে ভিলেজ কমিটি নির্বাচন করার উদ্যোগ গ্ৰহন করেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত আগরতলা হাইকোর্টে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়। তখন আদালতের পক্ষ থেকে আগামী নভেম্বরে মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দেন। তারপর থেকে রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কমিটি নির্বাচন করতে তৎপর হয়েছে।
রাজ্যের ৫২টি ব্লক এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন ক্ষেত্র মধ্যে পড়ে। রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কমিটি নির্বাচন ভোট গ্রহণ কেন্দ্রগুলো সনাক্তকরণের কাজ শেষ করে জনসাধারণের জন্য সেইগুলো তালিকা প্রকাশ করেছে। ৫৮৭ টি ভিলেজ কমিটি জন্য ১৫০৬ টি ভোট গ্ৰহন কেন্দ্র স্থির করেছে।তালিকা অনুযায়ী কলাছড়া ব্লকে ৩টি, যুবরাজ নগর ব্লকে ৭টি, পানিসাগর ব্লকে ৮টি, দামছড়া ব্লকে ৩৯ টি , জম্পুই ব্লকে২১টি ,দশদা ব্লকে৪৯ টি , লালজুরি ব্লকে ৩৩ টি, পেঁচারতলে ব্লকে ৫০টি, কুমার ঘাটে ব্লকে ২৪ টি, গৌরনগর ব্লকে ১১ টি, চন্ডীপুরে ব্লকে ১১টি , সালেমা ব্লকে ৩০ টি, দুর্গা চৌমুহনী ব্লকে১২টি , আমবাসা ব্লকে ৩৯ টি, গঙ্গানগর ব্লকে ১৬ টি, ডম্বুরনগর ব্লকে ৫০ টি, রং ইস্যাবাড়ি ব্লকে ২০ টি ,মনু ব্লকে ৮৬ টি, ছামনু ব্লকে ৪১ টি, তুলাশিকক ব্লকে৫৬ টি, পদ্মবিল ব্লকে ৪১ টি, মুঙ্গিয়াকামি ব্লকে ৩৩টি, কল্যানপুর ব্লকে ১৮টি, তেলিয়ামুড়া ব্লকে ২০টি, ডুকলি ব্লকে ১৩ টি, জিরানীয়া ব্লকে ১৬ টি, বেলবাড়ি ব্লকে ৩৭ টি, পুরাতন আগরতলা ব্লকে ৮ টি, মান্দাই ব্লকে ৫৫টি, হেজামারা ব্লকে ৫৫টি, লেফুঙ্গা ব্লকে ২৫টি, বক্সনগর ব্লকে ৬ টি, কাঠালিয়া ব্লকে ১৪ টি, নলছড় ব্লকে ১০ টি, মোহনভোগ ব্লকে ১৮ টি, জম্পুইজলা ব্লকে ৮১ টি ,চড়িলাম ব্লকে ২৭ টি, কিল্লা ব্লকে ৪৪ টি, মামাবাড়ি ব্লকে২৯ টি, কাকড়াবন ব্লকে ১৫ টি, অমরপুর ব্লকে ৩৯ টি, অম্পি ব্লকে ৫২ টি, করবুকে ব্লকে ৫৪ টি, শিলাছড়ি ব্লকে ১৭ টি, সাতচাদ ব্লকে ৩৬ টি,পোয়াংবাড়ি ব্লকে ৮ টি, রূপাইছড়ি ব্লকে ৩১ টি, রাজনগর ব্লকে ২টি, বি সি নগর ব্লকে ২ টি, ঋষ্ মুখ ব্লকে ২০ টি, বগাফা ব্লকে ৪৪ টি, এবং জোলাইবাড়ি ব্লকে ৩০ টি,।