সভাপতি ছাড়া চলছে তৃনমুল কংগ্রেস দলের ত্রিপুরা শাখা

হাবেলী প্রতিবেদন। 7 ই সেপ্টেম্বর। আগরতলা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আর পাঁচ মাস বাকি।সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দলের ত্রিপুরা শাখা কমিটি সভাপতি ছাড়া চলছে। বহিরাগতদের নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে। বহিরাগতদের নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেস কে বিধানসভা নির্বাচনের আগে আদৌ শক্তিশালী করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

অভিজ্ঞ মহলের ধারণা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম যে লক্ষ্য নিয়ে রাজ্যে পর্দাপন করেছিল।

আগরতলা পুর নিগম নির্বাচনে র পর বিধানসভা উপ নির্বাচনে ভরাডুবি হয়। তারপর থেকে তৃণমূল কংগ্রেস প্রথমের অবস্থা থেকে এখন ধীর গতিতে চলতে শুরু করেছে।

রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা পশ্চিমবঙ্গে দলের অবস্থান ধরে রাখতে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির বিধানসভা নির্বাচনে ভোট কেটে অন্যের পথ পরিস্কার করে দিতে রাজী নয়। রাজ্যে ভারতীয় জনতা পার্টির পথের কাঁটা হয়ে দাঁড়ালে তৃণমূল কংগ্রেস কে তার খেসারত দিতে হবে।রাজ্যে

বি জে পি পথ সুগম হয়

সেই ক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গতবারের চেয়ে ভালো ফল করতে পারবে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এবং সাংসদ সু‌স্মিতা দেব রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দলকে ঘুরিয়ে দাঁড়া করাতে পারবে।তা নিয়ে সর্বত্র জোর চর্চা হচ্ছে।

সামনে এ ডি সি তে ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিবে বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

পাহাড়ে তৃণমূল কংগ্রেস এখন ও সংগঠন শক্তিশালী করতে পারে নি। এই অবস্থায় ৫৮৭ টি ভিলেজ কমিটিতে প্রার্থী দাঁড় করানো অ সম্ভব । সাংগঠনিক অবস্থা এখন যে জায়গাতে রয়েছে। তাতে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভোমিক কে পদ থেকে অপসারণ করা হয়েছে। অপসারণ পর থেকে এই পদে কাউকে এখন ও দায়িত্ব দেয়া হয় নি। দলের সহ-সভাপতি জনৈক দেবনাথ পক্ষে দলকে ঘুরিয়ে দাঁড করানো অসম্ভব । তিনি ও রাজ্যের সব কয়টি রাজনৈতিক দলের মধ্যে নাম লিখে ছিলেন।সর্ব শেষে তৃণমূল কংগ্রেসে এসে আশ্রয় নিয়েছেন।

সুবল বাবুকে সভাপতি পদ থেকে অপসারণ করার পর তিনি এখন ও অন্য কোন দলের সাথে গিয়ে নাম লেখান নি।

তিনি বর্তমান সময়ে অন্য কোন দলে যোগদান করেন। তাতে করে পূর্বের পদমর্যাদা আর পাবেন না। এখন একমাত্র পথ হয় তৃণমূল কংগ্রেস দলে থাকতে হবে।নয় তো রাজনৈতিক সন্যাস ছাড়া আর পথ নেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।