এন সি ডি সি সেন্টারের শিলান্যাস মোহনপরে

হাবেলী প্রতিবেদন। 8 সেপ্টেম্বর । আগরতলা।

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল গড়ে তোলার লক্ষ্যে নতুন বাড়ির শিলান্যাস করেন গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য

পরিবার কল্যাণ মন্ত্রী ড.মনসুখ মন্ডাব্য।

সাথে ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ এবং বিধায়ক কৃষ্ণধন দাস।

মোহনপুর মহকুমার সিপাইপাড়াতে ১.৪১ একর জমিতে সেন্টারটি গড়ে তোলা হয়েছে।তাতে ১১কোটি ৯৭ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।

রাজ্যে এই সেন্টার টি চালু হলে রোগ নির্ণয়, পর্যবেক্ষন, গবেষণা জনস্বাস্থ্য সচেতনতা, জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা সুযোগ পাওয়া যাবে।৩৩টি রোগের মনিটরিং সহ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে সুবিধা হবে।

রোগ নজর দারি রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন এবং ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরিকাঠামো কে একটি উৎসাহ দেবেযার ফলে প্রাথমিক হস্তক্ষেপ গুলি সক্ষম হবে।

ড. মনসুখ এই কথা বলছেন যখন অন্ধপ্রদেশ, অরুনাচল প্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, ত্রিপুরা তে রোগ নির্ণয় কেন্দ্রর গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাদেশে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।