হাবেলী প্রতিবেদন।৩১ আগষ্ট। আগরতলা।।
দেশের নির্বাচন কমিশন আজ
আগামী ২২সেপ্টেম্বর রাজ্যের একমাত্র রাজ্য সভার আসনে ভোট গ্রহণ দিন ঘোষণা করেছেন । ঐদিন সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিন সন্ধ্যায় ফল ঘোষণা করা হবে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র দাখিল করা হবে।১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র পরিক্ষা করা হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার করা হবে।
ভারতীয় জনতা পার্টি এই আসনে কাকে প্রার্থী দাঁড় করাবেন তা এখন ও পরিস্কার নয়। প্রার্থী হবার দৌড়ে রয়েছেন ডাক্তার অশোক সিনহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও।তবে নবনির্বাচিত সভাপতি রাজীব ভট্টাচার্য উপর নির্ভর করবে কাকে প্রার্থী দাঁড় করানো হবে।প্রাক্তন সভাপতি বিপ্লব কুমার দেব মিডিয়ার একজন কে এই পদে বসিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল।
রাজ্য সভার ভোটে শাসকদলের শরিক আই পি এফ টি দুই জন বিধায়ক বৃষকেতু দের্ববমা এবং মেবারকুমার জমাতিয়া কাকে ভোট দিবেন তাই এখন দেখার।
অন্যদিকে বিরোধী দলের বামফ্রন্ট ১৭এবং কংগ্রেস ১ জন বিধায়ক রয়েছেন। শাসকদলের বিধায়ক সংখ্যা বেশি রয়েছে। শাসকদলের বিধায়ক গন ক্রশ ভোটিং করবে না বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য রাজ্য সভার সদস্য ডাক্তার মানিক সাহা আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হন। উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে তিনি রাজ্য সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করাতে আসনটি শূন্য হয়।