বিধানসভা নির্বাচনে ১০৩২৩ শিক্ষক মহারাজার ট্রাম কার্ড

হাবেলী প্রতিবেদন।৩০ আগষ্ট। আগরতলা।

আগামী বিধানসভা নির্বাচনে চাকরি চ্যুত ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকা তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা ট্রামকার্ড। চাকরি তে পুনঃ নিয়োগ করার দাবিতে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করবেন । এই জন্য তিনি শিক্ষকদের এক প্রতিনিধি দল কে সাথে নিয়ে দিল্লী তে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীদের সাথে শলাপরামর্শ করছেন।
তিনি জানিয়েছেন সুপ্রীম কোর্টে মামলা দায়ের করা সহ যাবতীয় খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।

গত বিধানসভা উপনির্বাচনের সময় তিনি চাকরি চ্যুত শিক্ষকদের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে সুরমাতে জানিয়েছিলেন। সেই কথা মত এখন তিনি সুপ্রীম কোর্টে বিষয় টি আপিল করবেন।

চাকরি চ্যুত শিক্ষকদের অনেক ই হতাশায় ভেঙে পড়ে মৃত্যু কোলে ঢলে পড়েছেন। সেই সকল পরিবারের লোকজন এখন চরম দুর্ভোগে র মধ্যে দিন যাপন করছে।

এছাড়া চাকরি চ্যুত শিক্ষকগন তাদের চাকরি যায় নি বলে সুপ্রীম কোর্টে আর টি আই মাধ্যমে জেনেছেন।যে কারনে চাকরি তে যোগ দিতে শিক্ষকশিক্ষিকা এমাস থেকে স্কুলে ছুটে গেছেন। অনেক স্কুল শিক্ষক কতৃপক্ষ এদের কে চাকরি তে পুনঃ বহাল করতে রাজী হয়নি।

বামফ্রন্ট আমলে এরা চাকরি পেয়ে ছিল। হাইকোর্ট মামলার কারণে এদের চাকরি চলে যায়।

২০১৮ সালে বি জে পি ক্ষমতায় আসার আগে তাদেরকে নির্বাচনে ব্যবহার করেছিল।পরে করোনা সময়ে এদেরকে চাকরি চ্যুত করে দেয়া হয়। কিন্তু চাকরি চ্যুত দের আজো সরকারি নিয়ম মেনে চাকরি থেকে বরখাস্ত করা হয় নি।বা চাকরি নেই একথা ও বলা হয় নি। এদের পক্ষে এখন রাজ্য সরকার আর নেই।

এই দুঃসময়ে মহারাজা পাশে দাঁড়ানোতে এখন শেষ পর্যন্ত কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে। আশঙ্কা করা হচ্ছে চাকরি চ্যুতদের পক্ষে রায় যায় তখন সমতলে অনুপজাতিদের সহানুভূতি মথার দিকে ধাবিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।