হাবেলী প্রতিবেদন।২৯ আগষ্ট। আগরতলা।
আসন্ন ভিলেজ কমিটি এবং বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান এসে সর্ব ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা রাজ্যের সাংগঠনিক অবস্থা সম্পর্কে অবহিত হবার পর হতবাক। জনজাতিদের আশার আলো দেখাতে পারলেন না নাড্ডাজি।ফলে জনজাতিদের কাছ থেকে পাহাড় এই মুহূর্তে ছিনিয়ে আনার পরিস্থিতি বুনিয়াদ তৈরিতে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ ব্যর্থ। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথা দল সর্ব শক্তি প্রয়োগ করে সব আসন নিজদের কাছে রাখতে সক্ষম হবে। আজ কের জনসভা থেকে পরিস্কার হয়ে গেছে।শত চেষ্টা করেও ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা জনজাতিদের জনসমাবেশে নিয়ে আসতে পারে নি।পাহাড় এবার যে তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা নির্দেশে জনজাতিগন থানসা ঐক্যবদ্ধ।তা আবার ও প্রমান করলেন ।অনেক হয়েছে।আর নয় এবার চাই তিপরাল্যান্ড।
আজ রাজ্য বিজেপি সাংগঠনিক শক্তি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে তুলে ধরতে এ ডি সি সদর দপ্তর খুমুলুঙ মোটরস্ট্যান্ড এ জনসমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশে একমাত্র জনজাতিদের শক্তি পরীক্ষা লক্ষে এই আয়োজন করা হয়। কিন্তু সমাবেশে হাজির হয়ে সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের সাংগঠনিক অবস্থা কোন স্থানে গিয়ে পৌঁছেছে।তা অনুধাবন করতে পেরেছেন। আজ জনজাতির সংখ্যা হাতে গোনা সম্ভব হয়েছে। পাহাড়ে জনজাতি মোর্চা তথা বি জে পি সংগঠন ভেঙ্গে পড়েছে।তা তিনি সচোখে বুঝতে পারেন।
আজ খুমুলুঙ এলাকায় অঘোষিত বনধ পারল করা হয়েছে। যেকোন বন্ধের আওতায় ঔষধ , খাবার দোকান বাইরে থাকে। কিন্তু আজকে খুমুলুঙ এলাকায় সব দোকান পাট বন্ধ ছিল।ফলে জনগনকে জনসমাবেশে এসে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
অন্যদিকে জনসমাবেশে অংশ গ্ৰহন করতে রাজ্যের বিভিন্ন জায়গায় তিপরা মথা দলের কর্মী সমর্থকদের হাতে হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ। হামলায় পড়ে বি জে পি কর্মী সমর্থকগন গুরুতর ভাবে আহত হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় অনেকেই জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে।চলছে চিকিৎসা।
মথার সুপ্রিম ও প্রদ্যুৎ কিশোর মথা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বি জে পি জনসমাবেশের অংশ কারিগণ উপর কোন ধরনের হামলা হুজুতি ভয়ভীতি প্রদর্শন না করা হয়। মথার সুপ্রিমো কর্মী সমর্থকদের নিয়ন্ত্রনে রাখতে ব্যর্থ হয়েছে বলে বি জে পি থেকে অভিযোগ করা হয়েছে। ।
আজকের সমাবেশে সর্ব ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা বলেন দেশে জনজাতিদের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জী ভাবেন। তিনি জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন।জল, জমি, কৃষ্টি সংস্কৃতি রক্ষায় কাজ করা হচ্ছে। জনজাতিদের জন্য মিউজিয়াম গড়ে তোলা হবে।
ত্রিপুরার উপজাতিদের উন্নয়ন করতে বিশ্বব্যাঙ্ক থেকে ১৩০০ হাজার কোটি টাকা সাহায্য নিয়ে কাজ করা হবে। রাজ্যের ১৯ জনজাতি সম্প্রদায়ের জন্য উন্নয়ন কাজ কর্ম পরিচালনা করা হচ্ছে।
রাজ্যের ৩ জনকে প্রথম পদ্মশ্রী পুরস্কার পেলেন।
মহারাজাদের সন্মান জানানো হচ্ছে। আগরতলা বিমানবন্দর নাম মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে।
রাজ্য মন্ত্রী সভা তে জনজাতিদেল থেকে ৬ জনকে মন্ত্রী পদে বসানো হয়।
রাজ্যে মহিলাদের চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরো বলেন রাজ্যে ৩৭ হাজার রিয়াং শরনার্থী ২৩ বছর ছিল।বি জে পি সরকার তাদের কে স্থায়ীভাবে থাকার ব্যাবস্থা করে দিয়েছেন। এখন নেই ঊগ্ৰপন্ত্রী সমস্যা। মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
তিনি বামফ্রন্ট এবং কংগ্রেস কে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।
আজকের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা,উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রীসভার সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি আগরতলা থেকে গুয়াহাটিতে গেছেন।যাবার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে গেছেন বলে সংবাদ। সেখানে উত্তর পূর্বাঞ্চলের নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা সাথে রাজ্যের সাংগঠনিক আলোচনা করবেন।
দুই দিনের রাজ্য সফরে গতকাল রাজ্যে আসনে সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যে এসে তিনি দল এবং জোট শরিক দলের নেতা দের সাথে বৈঠকে মিলিত হন। আজ সকালে সস্ত্রীক তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের বাড়িতে গিয়ে সেখানে মন্দীরে পূজা দিয়েছেন। তিনি সভাপতি হবার পর প্রথম বার আসলেন।