জে পি নাড্ডার মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু

হাবেলী প্রতিবেদন।২৭ আগষ্ট। আগরতলা।

খুমুলুঙ জনসভার মাধ্যমে
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করবেন বি জে পি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজী। আগামী কাল সকালে তিনি প্রথমবার রাজ্য সফরে আসছেন। রাজ্যে এসেই তিনি চলে যাবেন উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের বাড়িতে। সেখান থেকে ফিরে এসে তিনি আগরতলা সরকারি অতিথিশালায় উঠবেন।
নাড্ডাজী অতিথিশালায় রাজ্য বিজেপি নবনির্বাচিত সভাপতি রাজীব ভট্টাচার্য সাথে প্রথম রাজ্যের সংগঠন এবং সরকারের কাজকর্ম সম্পর্কে অবহিত হবেন।
নবনির্বাচিত সভাপতি শ্রীভট্টাচার্য রাজ্য কমিটি গঠন করা নিয়ে পরার্মশ করবেন।নাড্ডাজী ফিরে যাবার কিছু দিনের মধ্যেই রাজ্য কমিটি গঠন করতে হবে। সামনে এ ডি সিতে ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনে পাহাড়ে ভালো ফল করতে হবে।ফল খারাপ হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে দল কে বিপাকে পড়তে হবে।

এছাড়া নাড্ডাজী বি জে পি অন্যা্ন্য শাখা সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ও মিলিত হবে।

নির্বাচনী শরীকদল আই পি এফ টি রাজ্য কমিটির সাথে ও মিলিত হবেন। তাদের কাছ থেকে ও সরকার পরিচালনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন। আগামী কাল সারা দিন ভর দলীয় কাজ নিয়ে ব্যস্ত করে থাকবেন।

আগামী ২৯আগষ্ট এ ডি সির সদর দপ্তর খুমুলুঙ। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে প্রধান বক্তা ন্নাড্ডাজী হিসেবে উপস্থিত থাকবেন।
গত এ ডি সি নির্বাচনে ভিলেজ নবগঠিত তিপরা মথা দল পাহাড়ের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই অবস্থায় পাহাড়ে পুনরায় জনতা পার্টি ফলাফল ভালো করতে হবে।
জনসমাবেশেকে সফল করে তুলতে রাজ্য বিজেপি নেতা গন প্রচারাভিযান এ এসেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।