আবার সুবল ভৌমিকের দলত্যাগে জনমনে প্রশ্ন

হাবেলী প্রতিবেদন। আগরতলা।

তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পদ থেকে সুবল ভোমিক কে অপসারণ করেছে । আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এসংবাদ জানানো হয়।

রাজ্য তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকবেন রাজীব বন্দোপাধ্যায় এবং সাংসদ সু‌স্মিতা দেব। এদের নির্দেশ মত রাজ্যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক কাজ কর্ম পরিচালনা করা হবে।

গত মাসাধিক সময় ধরে সুবল ভোমিক তৃণমূল কংগ্রেস কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেন।তখন থেকেই বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে যে সুবলবাবু তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করেছেন। ধারনা করা হচ্ছে আগামী ২৯আগষ্ট রাজ্যে সর্ব ভারতীয় জনতা পার্টি সভাপতি জে পি নাড্ডা রাজ্য সফরে আসছেন। সেই সময় শ্রীভৌমিক ভারতীয় জনতা পার্টিতে পুনরায় যোগ দিতে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশিত হয়। তিনি কোন দলে যোগদান করবেন এখনও তা পরিষ্কার নয়।

উল্লেখ্য সুবল ভোমিক এই নিয়ে প্রায় ৮ বার বিভিন্ন রাজনৈতিক দল বদল করেছেন। আগামী দিনে দলে যোগদান করবেন। সেখানে ও তিনি কতদিন থাকবেন সময়ে ই বলতে পারবে।

সুবল ভোমিক দল বদলের সাথে সাথে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় ঝাঁপ বন্ধের পথে যাবে বলে বিভিন্ন মহলের অভিমত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।