হাবেলী প্রতিবেদন। আগরতলা।২৩আগষ্ট।।
আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীঘ্রই চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আগরতলা মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করা হচ্ছে। এই বিমান পথে জনপ্রতি ভাড়া পড়বে ৪ হাজার ৫০০ টাকা । আগরতলা থেকে ঢাকা পথে বিমানে জন প্রতি ভাড়া ৫ হাজার টাকা ধার্য করা হয়েছিল। সেই দিকে লক্ষ্য রেখে আগরতলা চট্টগ্রাম বিমান পথে ৫ শত টাকা কম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সপ্তাহে তিন দিন বিমান পরিষেবা চালু করা হবে।ত্রিপুরা সরকার এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে। আজ রাজ্যমন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন , রাজ্য সরকার আগরতলা থেকে ঢাকা এবং আগরতলা থেকে চট্টগ্রাম মধ্যে বিমান পরিষেবা চালু করতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিল। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কে একটি রোড়ে বিমান পরিষেবা চালু করার অনুমোদন দিতে রাজি হয়। তখন রাজ্য সরকার আগরতলা থেকে চট্টগ্রাম মধ্যে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সাথে বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে। আগামী দিনে আগরতলা বিমান বন্দর থেকে অন্যান্য দেশের সাথে বিমান পরিষেবা চালু করা হবে।
আগরতলা থেকে চট্টগ্রাম মধ্যে বিমান পরিষেবা চালু করতে রাজ্য সরকারের প্রতিবছর ১৫কোটি অধিক টাকা বিমান পরিবহন কোম্পানিকে দিতে হবে।প্রথম দিকে বিমানে যাত্রী পাওয়া যাবে না।যাত্রী না থাকলে বিমান কোম্পানির ঘাটতি থেকে যাবে। কিন্তু ঘাটতি দিয়ে কোন বিমান সংস্থা বিমান চালাতে যাবে না। ঘাটতি মেটাতে রাজ্য সরকার কে আর্থিক সহায়তা করতে হবে।
আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলে রাজ্যে পর্যটন শিল্পের অগ্ৰগতি হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিদেশে যাবার জন্য আগরতলা বিমান বন্দর কে ব্যবহার করে আসছে। আগরতলা বিমান বন্দর ব্যবহার করতে গিয়ে আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অভিযোগ। এই সব হয়রানির হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশের নাগরিকগন। এখন বাংলাদেশের নাগরিক গন চট্টগ্রাম বন্দর থেকে সোজা বিমানে করে আগরতলা বিমান বন্দর নামবে। সেখান থেকে সরাসরি পরবর্তী বিমান ধরে দেশের বিভিন্ন স্থানে নিরাপদে চলে যেতে পারবে।
কেন্দ্রের এন ডি এ তথা বি জে পি সরকার আগরতলা বিমান বন্দর কে আন্তর্জাতিক পর্যায়ে ঊন্নত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল।রাজ্যে বি জে পি সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর শুচনা করেছিলেন। বিমান পরিষেবা মাধ্যমে ভারত বাংলাদেশের সাথে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠবে।