হাবেলী প্রতিবেদন।আগষ্ট ২০।। আগরতলা।।
আজ ২০২১ সালে টেট উত্তীর্ণ বেকারগন চাকরিতে একসাথে নিয়োগ করার দাবিতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে। শান্তিপূর্ণ ঘেরাও দীর্ঘ সময় ধরে চলে।এক সময় পুলিশ জোর করে তাদেরকে তুলে দিতে বল প্রয়োগ করে । এই নিয়ে পুলিশের সাথে টেট উত্তীর্ণ দের ধস্তাধস্তি হয়। ঘেরাও মুক্ত করতে টেট উত্তীর্ণ দের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে।
যদিও টেট উত্তীর্ণ দের চারজনের একপ্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে মিলিত হয়ে তাদের বক্তব্য তুলে ধরেছেন।
শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ প্রতিনিধি দল কে জানিয়েছেন পূজোর আগেই তাদের কে পর্যায়ক্রমে চাকরিতে নিয়োগ করা হবে।
টেট উত্তীর্ণ দের দাবি রাজ্যের স্কুল গুলোতে শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকের অভাবে স্কুলে পড়াশোনা ব্যাহত হচ্ছে।তাই টেট উত্তীর্ণ দের একসাথে নিয়োগ করার দাবিতে আজ শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে ছিল।
এদিকে টেট উত্তীর্ণ দের উপর পুলিশী নির্যাতনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায়বর্মন এবং আশিষ কুমার সাহা সহ অনেকে।
শ্রীরায়বর্মণ বলেন রাজ্য সরকার চাকরিতে নিয়োগ করার ক্ষেত্রে সরকারের বক্তব্যে মিল নেই।একজন মন্ত্রী একরকম কথা বলছেন।তা থেকে বির্তক সৃষ্টি হচ্ছে।শুন্যপদ থাকার পর ও সরকার শুণ্যপদে নিয়োগ করছেন না।।
অভিজ্ঞ মহলের দাবি পুলিশ আরো ধৈর্য্য ধরে বিষয়টি মোকাবিলা করতে পারতেন।তা না করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে টেট উত্তীর্ণ দের উপর পুলিশী হামলা সংগঠিত করা হয় বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।