রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর
রাজ্যে আসছেন

হাবেলী প্রতিবেদন।১৮ আগষ্ট। আগরতলা।

আগামী ৯ সেপ্টেম্বর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক দিনের রাজ্য সফরে আসছেন। তিনি মহারাজা বীরবিক্রম কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন।
এই অনুষ্ঠানকে সফল করে তুলতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানকে সফল করে তুলতে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথের পৌরহিত্যে মহাকরণে এক সভা হয়। সভায় স্থির হয় আগামী ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ বছর উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হবে।৯ সেপ্টেম্বর এই অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় ৫সেপ্টেম্বর সকাল ৬টা৩০মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে।

ঐদিন সকাল দশটায় কলেজের এক্সিবিশন গ্যালারির ও উদ্বোধন করা হবে। বিকেল তিনটায় মহারাজা বীরবিক্রম কলেজ চত্ত্বরে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস আয়োজন করা হবে। ঐদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

৬ সেপ্টেম্বর কলেজের রবীন্দ্র হলে সকাল সাড়ে সাতটায় বসে আঁকা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
এরপরে কলেজের তরফে গ্ৰাম স্বচ্ছতা অনুষ্ঠান।
সকাল সাড়ে দশটায় কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হবে। তাছাড়া রাজ্যের একমাত্র ক্যান্সার হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণ করা হবে।অনাথ আশ্রমে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

৭ সেপ্টেম্বর সকাল ছয়টায় ক্রসকান্টি দৌড়। এম বি বি মহাবিদ্যালয়ের স্বীকৃতি প্রাপ্ত কলেজগুলোর মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

৮সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় মেগা রক্তদান শিবির করা হবে। বিকেলে আলোচনা সভা

৯সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য সদস্যরা এ থাকবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।