দেশের মধ্যে প্রথম মহিলা চালিত কৃষি মহকুমা যাত্রা শুরু : মুখ্যমন্ত্রী

হাবেলী প্রতিবেদন।১৮ আগষ্ট। আগরতলা।

রাজ্য সরকার মহিলা উন্নয়নে বিশেষ ভূমিকা গ্ৰহন করেছে। ত্রিপুরা নয় সমগ্ৰ দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত কৃষি মহকুমার যাত্রা শুরু করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

গত ১৭আগষ্ট গৌমতি জেলার উদয়পুর মহকুমার টেপানীয়া ব্লকের কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের মধ্যে সম্পূর্ণ পরিচালিত প্রথম কৃষি মহকুমা । ২৫ লক্ষ টাকা ব্যয়ে অফিস ঘর নির্মাণ করা হয়েছে।
কৃষি মহকুমা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেন কৃষক হচ্ছে বর্তমান সময়ের মেরুদন্ড। কৃষক শস্য উৎপাদন না করে তাহলে আমাদের খাদ্য মিলবে না।তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের উন্নয়ন লক্ষে বিভিন্ন প্রকল্প চালু করছেন। যদিও প্রথম পর্যায়ে এই অফিসের কাজকর্ম গকুলপুর কৃষি উপ অধিকর্তা অফিস থেকে চলবে।
টেপানিয়া কৃষি অফিস আওতায় থাকবে ১টি কৃষি সেক্টর বাগমা, ৭টি গ্ৰাম সেবক অফিস।১৯টি গ্ৰাম পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ ১৯ টি ওয়ার্ড। মা তাবাড়ি কৃষি মহকুমা অফিস এলাকা ভেঙ্গে টেপানীয়া কৃষি মহকুমা সৃষ্টি করা হয়েছে।

আরও বলেন শিলাছড়ি ব্লকে একটি কৃষি মহকুমা ও উদয়পুর গকুলপুর কৃষি আধিকারিক চত্ত্বরে আই টি সুবিধা যুক্ত একটি উন্নতমানের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হতে পারে।

প্রধানমন্ত্রী মহিলা স্বশক্তিকরণ ক্ষমতায়ণ বিশেষ পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরাতে বর্তমানে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩শতাংশ আসন সংরক্ষণ করা হয়।
ডিগ্ৰী কলেজগুলোতে পড়াশোনা করতে মহিলাদের কলেজে ফিস দিতে হবে না।

মুখ্যমন্ত্রী আরো বলেন , কোভিড চলাকালীন সময়ে রিলিফ ফান্ড থেকে ৬৯৩ জন ফুলচাষের জন্য দূই হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী পরিবার যোজনা য় মাধ্যমে ১লক্ষ ৮৮ হাজার ৭০৬ টি পরিবার কে ২৬ লক্ষ্যের উপর সুপারি, পেঁপে চারা বিতরণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।