হাবেলী প্রতিবেদন। আগরতলা।১৬ আগষ্ট।
রাজ্য কংগ্রেস দলের হয়ে জয়দ্বীপ রায়বর্মন বিশালগড় বিধানসভা কেন্দ্রে পদার্পণ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তে তোলপাড় শুরু হয়েছে। তাহলে এবার জয়দ্বীপ রায়বর্মন ও কি বিশাল গড় মাটি থেকে জাতীয় কংগ্রেসের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই লক্ষ্যে কাজ শুরু করছেন। সেই লক্ষ্যেই কি ১৫ ই আগষ্ট স্বাধিনতা দিবসের দিনে রাজনীতিতে প্রকাশ্যে আসার কথা ঘোষণা করেছেন।
জয়দ্বীপ গতকাল বিশালগড় বিধানসভা কেন্দ্রের পশ্চিমাঞ্চলের গনিয়ামারা, গজারিয়া এবং দুর্গানগর সহ বিভিন্ন এলাকায় কংগ্রেসের বাইক মিছিল বের করা হয় । এই মিছিলের নেতৃত্বে ছিলেন জয়দ্বীপ নিজে। এছাড়া গনিয়ামারাতে স্বাধিনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীরায়বর্মন।
অন্যদিকে গনামারার বাবুল মিয়া গত ১৩আগষ্ট গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়।এই শোক সন্তপ্ত পরিবারবর্গের কাছে ছুটে গেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।কিছু আর্থিক সহায়তা করেছেন।
জয়দ্ধীপ বিশালগড় বিধানসভা কেন্দ্রের সাথে আর্থিক সম্পর্ক রয়েছে।প্রাক্তণ মুখ্যমন্ত্রী সমীর বর্মন নির্বাচনের সময় জয়দ্বীপ উনার সাথে থাকতেন। এই হিসাবে নির্বাচনী এলাকার জনগণের সাথে বিশাল সম্পর্ক রয়েছে। উল্লেখ্য ১৯৭২ সাল থেকে সমীর রায় বর্মন বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসছেন। এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন । যদিও ২০১৮সালে বিধানসভা নির্বাচনে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । পরবর্তী সময়ে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বি জে পি প্রার্থী সমর্থনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেণ করে নেন।
গত সাড়ে চার বছরে বিশাল গড়ে বিরোধী দল কোন ধরনের রাজনৈতিক কাজকর্ম কাজ করতে পারে নি । আগামী দিনে এখা নে কংগ্ৰেস ভালো সংগঠৈর মাধ্যমে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে আগামী নির্বাচনে বি জে পি /ক্ংগ্ৰেস / সি পি আই এম এবং তৃণমূল কংগ্রেস মধ্যে নির্বাচনী তথ্য নিয়ে চলছে । খুব শীঘ্রই বি জে পি তাদের মত চলবে । আগামী বিধানসভা নির্বাচনে জয়দ্বীপ কংগ্রেসের হারানো জমিতে পুনরুদ্ধার করতে সক্ষম হয় কিনা এখন সেই দিকে বিশালগড় বাসীর নজর।