হাবেলী প্রতিবেদন। ১৮ আগষ্ট। আগরতলা ।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা ২৮ থেকে ৫০ টি করতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথা জানিয়েছেন। সম্প্রতি কিল্লার দশরথ দেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে এক জনসমাবেশে ভাষণ দান কালে একথা ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনজাতিদের উন্নয়ন মাধ্যমে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে আন্তরিক। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এসে আগরতলা বিমান বন্দর নাম মহারাজা বীরবিক্রম বিমান বন্দর করা হয়েছে। মহারাজার জন্মদিনে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাদের ঐতিহ্যবাহী ঘরিয়াপূজা উপলক্ষে দুইদিন ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপজাতিদের রিসা আজ দেশের সর্বত্র সমাদৃত হয়েছে। ৭৫ বছরের মধ্যে বি জে পি সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের তিনজনকে পদ্মশ্রী পুরস্কার সন্মানে ভূষিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ ডি সি র আসন সংখ্যা ২৮ থেকে বৃদ্ধি করে ৫০ টি করতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।আসন সংখ্যা বৃদ্ধি করা হলে জনজাতিদের সকল সম্প্রদায়ের জনপ্রতিনিধির সংখ্যা সমান হারে থাকবে।
জনজাতিদের ছেলে মেয়ে দের শিক্ষা সুযোগ সুবিধা পৌঁছে দিতে আরো আবাসিক স্কুল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। শিলং এ জনজাতি ছেলে মেয়েদের জন্য একটি ছাত্রাবাস গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আরো প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
জনজাতিদের উন্নয়নের জন্য ১৩০০ কোটি টাকার প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল। মডেলেটি কমিটি গত এক বছরে কি কাজ কর্ম করেছে রাজ্যের জনগন কিছুই জানে না। বি জে পি শরিকদল আই পি এফ টি ক্ষমতায় আসার পর ২০২১সালে এই মডেলেটি কমিটি গঠন করা হয়েছিলো। এই কমিটিতে সদস্য হিসেবে বিধায়ক ডা অতুল দেবর্বমা , রামপদ জমাতিয়া সহ এ ডি সির সি ই ও রয়েছেন। আজ পর্যন্ত এ ডি সি এলাকায় উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় নি।