উত্তর পূর্বাঞ্চলের ১০টি মধ্যে ৮ টি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ত্রিপুরায়

হাবেলী প্রতিবেদন ।১৮ আগষ্ট। আগরতলা ।।

উত্তর পূর্বাঞ্চলের ১০টি ঐতিহাসিক স্থাপত্য মধ্যে ত্রিপুরাতে ৮ টি স্থাপত্য রয়েছে। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে রাজ্য সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় জানিয়েছেন পর্যটন কেন্দ্র গুলো কে সাজিয়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে একট প্রকল্প পাঠানো হয়েছে।

তিনি আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। গীতা ঞ্চলী পর্যটন কেন্দ্র এখন থেকে অন লাইনের মাধ্যমে বুকিং করা যাবে।নব প্রযুক্তি মাধ্যমে দেশের যে প্রান্ত থেকে লজ, যাত্রীনিবাস, পান্থনিবাসগুলি বুকিং করা যাবে। পোর্টেবল মাধ্যমে ঘরে বসেই আবাসনগুলোর অবস্থা, পরিষেবা সবকিছুই জানা যাবে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের ১০টির মধ্যে ৮ টি স্থাপত্য ত্রিপুরা তে রয়েছে।

তিনি আরো বলেন প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন পর্যটকস্থল, ইকোপার্ক গুলিতে লগহাট নির্মাণ করা হবে। এছাড়া ডম্বুর জলপ্রপাত নারকেল কুঞ্জে ২৩ টি লগহাট নির্মাণ করা হয়েছে। পর্যটকগন সহজে নারকেল কুঞ্জে যেতে পারেন সেই জন্য হেলিকপ্টার চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
আরো বলেন পুস্পবন্ত প্রাসাদকে মিউজিয়ামে উন্নিত করতে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।পর্যটন ঊন্নত হলে রাজ্যের আর্থিক ঊন্নয়ন সম্ভব হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।