হাবেলী প্রতিবেদন।১৪ ই আগষ্ট । আগরতলা।।
আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনের আগেই রাজ্য রাজনীতির পটপরিবর্তন ঘটতে যাচ্ছে। পাহাড়ে জনজাতি জনগনের বিশাল একটি অংশ ভারতীয় জনতা পার্টির সাথে এসে যুক্ত হতে যাচ্ছে। একটা সময় পাহাড়ে স্বজাতি উন্নয়নের কথা বলে তিপরা মথা দলের আত্মপ্রকাশ ঘটেছিল। এই দল পাহাড়ের সর্বত্র আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এই দলের কর্মীদের দাপটে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েছিল।
দলটি এ ডি সি তে ক্ষমতায় আসার পর থেকে জনজাতীদের মোহ ভঙ্গ হতে থাকে।
সম্প্রতি এ ডি সি পরিচালিত একমাত্র দ্বাদশ শ্রেণী স্কুলে ১০০ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। এই নিয়োগ কে কেন্দ্র করে জনজাতিদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ, ক্ষোভ বাড়তে থাকে। দেবর্বমা ,জমাতিয়া এবং রিয়াং সম্প্রদায়ের ছেলে মেয়ে গন বেশি চাকরি পেয়েছে।অন্যান্য জনজাতি সম্প্রদায়ের ছেলে মেয়ে কেউই চাকরি পায় নি। এই নিয়ে অন্যন্য সম্প্রদায়ভূক্ত ছেলে মেয়েদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা “থানসা ” কথা বলছেন । সেই কথা দলের রাজ্য নেতৃত্ব গন মেনে চলছে না বলে অভিযোগ। থানসা কথা মেনে চলে ।তাহলে সকল সম্প্রদায়ের ছেলে মেয়ে গন চাকরি পাবার কথা।সে ক্ষেত্রে ছোট ছোট সম্প্রদায়ভূক্ত জনগন কে বঞ্চিত করা হয়েছে।
প্রশ্ন উঠেছে রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরিতে নিয়োগ করছে। তার জন্য সকল সম্প্রদায়ের যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে গন চাকরি পাচ্ছে।
আরোও অভিযোগ মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা নির্দেশ এ ডি সি তে পরিচালক মন্ডলী মেনে চলতে রাজী নয়।তার জন্য চাকুরীতে নিয়োগ করার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে। দুর্নীতি ঘটনা ধামাচাপা দিতে শিক্ষা দপ্তরের দুই জন কর্মচারী কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু দুর্নীতির ঘটনা সাথে জড়িত দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নি। এই নিয়ে দলের অন্ধরে তীব্র মতবিরোধ অব্যাহত রয়েছে। মতবিরোধ সহসাই মিটছে না বলে সংবাদ।
দলীয় সূত্রে জানা গেছে মহারাজার দিকে চেয়ে দলের একাংশ কর্মী সমর্থক এখনও তিপরা মথা দলে রয়েছেন। ভিলেজ কমিটি নির্বাচনের আগে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং দুর্নীতি বন্ধ না হয়।তা হলে ভিলেজ কমিটি নির্বাচনে ফলাফল থেকে পরিস্কার হবে সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে।
ভিলেজ কমিটি নির্বাচনে লড়তে সকলে উৎ পেতে রয়েছে।মথা দল দাবিদারদের ভিলেজ কমিটি নির্বাচনে টিকেট দিবে না অমনি গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তখন দলের চেয়ারম্যান প্রদ্যুৎকিশোর অনুমান করতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে দলকে থানসাতে রূপ দেয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আর এর জন্য দায়ী দলের একাংশ দুর্নীতি বাজ লক্ষভষ্টহীন নেতা কর্মীগন। এদের কাজ কর্মে সাধারণ জনগণ ক্ষুব্ধ।এরা সহসাই জাতীয় দল বি জে পি তে ভিড় করবে সন্দেহ নেই। আগামী দিনে তিপরা মথা দল আই পি এফ টি মত অবস্থায় গিয়ে দাঁড়াবে । এখন শুধু সময়ের অপেক্ষা ।