হাবেলী প্রতিবেদন। আগরতলা।৩ আগষ্ট।।
আর ছয় মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন। তাকে সামনে কর্মচারীদের মন পেতে আজ ৫ শতাংশ ডি এ প্রদানের কথা ঘোষণা করেছে । ১/৭/২০২২ সাল থেকে এই ডি এ প্রদান করা হবে।তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি আরো জানান, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শুন্যপদ পূরণের লক্ষ্যে ৫০০ জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।
তিনি আরো জানান ৫ শতাংশ ডি এ প্রদান করতে বছরে অতিরিক্ত ৫২৩কোটি ৮০ লক্ষ টাকা খরচ হবে। রাজ্য সরকারের আরো ডি এ বকেয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীগন এখন পর্যন্ত ৩২ শতাংশ ডি এ পেয়েছে। রাজ্য সরকারের কর্মচারীগনকে একদিকে যেমন বকেয়া ডি এ থেকে বঞ্চিত করা হল। অন্যদিকে শুধু গত বছর গুগলোর ডি এ ও ঠিক বাতিল হয়ে গেছে। তাতে কর্মচারীগণ আর্থিক ভাবে বঞ্চিত হয়েছে। বি জে পি জোট সরকার ক্ষমতায় এসে এখন পর্যন্ত মোট ৮ শতাংশ ডি এ প্রদান করেছে।যদিও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আশার বাণী শুনিয়েছেন আর্থিক সংগতি হলে বকেয়া ডি এ প্রদানের বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।
তিনি আরো জানান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতরে ২০০ পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।এর মধ্যে ১০০ডিপ্লোমা এবং ১০০ পদ ডিগ্ৰীধারী প্রাপ্তদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সকলকে টি পি এস সি মাধ্যমে শীঘ্রই নিয়োগ করার উদ্যোগ নেয়া হবে।
স্বাস্থ্য দফতরে ১০০জন স্টাপ নার্স নিয়োগ করা হবে। এছাড়া স্বাস্থ্য দপ্তরে ২২জন হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট ,২৫ জনআয়্যুবেদিক ফার্মাসিস্ট , ৩৯জন ল্যাব টেকনেশিয়ান , নিয়োগ করা হবে।,৯০ জন মাল্টিপারপাস কর্মীকে পদন্নোতি দেয়া হবে।
অডিট দপ্তরে এল ডি সি, তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৪জন আই সি ও এবং,৬জন রিপোর্টার নিয়োগ করা হবে।অ্যক্রিডেয়েটেড সাংবাদিকদের তিন লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা করে দেয়া হবে। এছাড়া চাষীদের ঊন্নয়নের লক্ষে ব্যাপক কর্মসূচি কথা আজ ঘোষণা করা হয়েছে।