২৯ আগষ্ট তৃণমূল কংগ্রেসের ডাকে রাজভবন অভিযান

হাবেলী প্রতিবেদন। আগরতলা। ৯ আগষ্ট।

বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৯ আগষ্ট রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক সংসদ সদস্যা সুস্মিতা দেব।

তিনি আরো বলেন রাজভবন অভিযানকে সফল করে তোলার লক্ষ্যে আগামী ১২ আগষ্ট থেকে রাজ্য ব্যাপি পথসভা বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে।

সম্প্রতি দলত্যাগ করে বেশ কয়েকজন কংগ্রেস দলে যোগদান সম্পর্কে বলেন তাতে দলের কোনো ধরনের ক্ষতি হবে না।হতাশ হবার কিছু নেই। আগামী দিনে পুনরায় এরা দলে ফিরে আসতে পারেন বলে মন্তব্য করেছেন।

একমাত্র তৃনমুল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে।বি জে পি পশ্চিমবঙ্গে চমকে ধমকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম ও মমতা ব্যানার্জি কে কিছু করতে পারবে না।

আজকের সাংবাদিক সম্মেলনে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, মহিলা সভানেত্রী পান্না দেব ,

এস সি কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাস উপস্থিত ছিলেন। রাজ্যে ছাত্রপরিষদ গঠন করার লক্ষ্যে যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি নীল কমল সাহা কে দায়িত্ব দেয়া হয়েছে বলে শ্রীমতী দেব জানিয়েছেন।

See translation

11

People reached

0

Engagements

+1.0x average

Distribution score

Boost post

Like

Comment

Share

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।