হাবেলী প্রতিবেদন। আগরতলা।৬ আগষ্ট।
লক্ষ্য তিপরা ল্যান্ড।দাবি তিপরা মথা। নেতৃত্বে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা।থানসা – একতা। লক্ষ্য ক্ষমতা। বাড়ছে দ্বন্দ্ব।দুর্বল হচ্ছে সংগঠন। লক্ষ্য ছাড়া জনসংযোগহীন তথা ূকথিত নেতাগন এম এল এ টিকেটের জন্য অধীক রাতে বুবাগ্ৰা উপর প্রেসার।বাড়চ্ছে মানষিক চাপ। হয়ে পড়চ্ছেন অসুস্থ। গোষ্ঠী কোন্দলে জর্জরিত দল। ক্ষুব্ধ মহারাজা। প্রকাশ্যে জনবর্জিত নেতাদের নাম ধরে চাপ ।তিপরা ল্যান্ড কে সমর্থন না করলে অন্যত্র চলে যেতে কড়া নির্দেশ।
আজ আগরতলা য় তিপরা মথা জেলা, মহকুমা ও ব্লক পর্যায়ের নারী পূরুষ যুব সংগঠন নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা। সভায় আলোচনা সভায় তিপরা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎকিশোর মানিক্য দেবর্বমা একথা বলেছেন।
তিনি দলের একাংশ নেতা কর্মীদের কাজে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান পদে পদত্যাগ করার হুমকি দেন।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন অক্টোবরে। ভিলেজ কমিটি নির্বাচনে কোন ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। সংঘবদ্ধ হয়ে ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হবার আহ্বান জানান তিনি। গোষ্ঠী দ্বন্দ্বের সুযোগ নিয়ে বি জে পি, বামফ্রন্ট এবং কংগ্রেস দল ভিলেজ কমিটিগুলোর ক্ষমতা দখল করবে।তিপরা মথা ভিলেজ কমিটি নির্বাচনে ভালো ফল করে । তখন কেন্দ্রের শাসক দল তিপরা মথা দল সাথে আলোচনা করতে বাধ্য থাকবে।
দিল্লী অভিযান
আই পি এফ টি তিপরা ল্যান্ড গঠনের দাবিতে দিল্লীতে ধর্না দিতে যাচ্ছে।মাত্র ১০০সর্মথক সা্থে যাচ্ছ।
মহারাজা বলেন গ্ৰেটার তিপরাল্যান্ড গঠন করার দাবিতে দিল্লীতে ধর্না দেয়া হবে। তিন হাজার কর্মী নিয়ে যাবেন তিনি।
মুখ্যমন্ত্রী না
বিধানসভা নির্বাচনে মহারাজা লড়াই করবেন না। তিনি অন্যদেরকে বিধায়ক পদে বসাতে আগ্ৰ হী তিনি।