হাবেলী প্রতিবেদন। আগরতলা।।৬ আগষ্ট।
আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীদের চাঙ্গা করতে তিনদিনের প্রশিক্ষণ শিবির আজ থেকে কুমার ঘাটে আরম্ভ হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতা কর্মীদের এই শিবিরে নিয়ে আসা হয়েছে। শিবির চলবে সোমবার পর্যন্ত।প্রশিক্ষকগন ইতিমধ্যে কুমার ঘাটে এসে পৌঁছে গেছেন।
তিনদিন ব্যাপী শিবিরে প্রদেশের বিভিন্ন সেল এবং শাখা সংগঠন থেকে ও উপস্থিত থাকবেন। শাসক দল বি জে পি র এই প্রশিক্ষণ কর্মশালা ঘিরে ব্যাপক প্রস্তুতি। এখন ছোট্ট কুমারঘাট শহর ব্যস্তময় হয়ে উঠেছে।
রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন কে হেলার চোখে দেখছে না দল। নির্বাচনের আগে দলীয় কর্মীদের প্রশিক্ষণ মাধ্যমে এইভাবে চাঙ্গা করে তোলার উদ্যোগ এই বার প্র থম । এখানে আগামী বিধানসভা নির্বাচনে কোন ইস্যুতে এবং কি কর্মসূচি নিয়ে জনগণের কাছে
যাবে। সেই লক্ষ্যে কার্যকর্তাদের তৈরির জন্য ই এ উদ্যোগ নেয়া হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষকগন শিবিরে আলোচনায় অংশ গ্ৰহন করবেন।