প্রদেশ কংগ্রেস আহুত তিন জেলা আজকের বনধ ব্যর্থ

হাবেলী প্রতিবেদন। আগরতলা। ৮ আগষ্ট।

প্রদেশ কংগ্রেস আহুত আজকে তিন জেলায় বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হাট বাজার, দোকান পাট, অফিস আদালত খোলা ছিল। স্কুল কলেজ অন্যান্য দিনের মতো কাজ কর্ম হয়েছে।যান বাহন,রেল চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে অগ্নিপথ প্রকল্প বাতিল এবং কৈলাশহর , কমলপুর বিমানবন্দর চালু সহ ১৬ দফা দাবিতে আজ ঊনকোটি, উত্তর এবং ধলাই জেলায় ২৪ ঘন্টার বনধ ডেকেছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

আজকের বনধ সফল হ ওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা জনগনকে অভিনন্দন জানিয়েছেন।

রাজ্যের জনগন কংগ্রেস আহুত বধন সফল না হ ওয়াতে তিন টি জেলায় কংগ্রেসের সংগঠন তল্লানীতে এসে ঠেকেছে।তা আবার প্রমানিত হয়েছে। আগামী দিনে কংগ্রেস কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জনগন এখন ও বি জে পি সরকার থেকে মুখ ঘুরিয়ে নেয় নি ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।