নীতি আয়োগ : প্রধানমন্ত্রী সাথে মিটিং এ যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লী গেলেন

হাবেলী প্রতিবেদন। আগরতলা।৬ আগষ্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ আগষ্ট নীতি আয়োগের মিটিং দিল্লীতে ডেকেছেন। সেই মিটিং এ যোগ দিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দীল্লী গেছেন। সাথে গেছেন মুখ্য সচিব জে কে সিনহা।

আত্ম নির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্য,কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে এগিয়ে যেতে হবে।একে অপরের সাথে সহযোগিতা এবং সম্বনয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা পথ প্রশস্ত করবে।

একটি স্থিতিশীল, টেকসই এবং অন্তর্ভূক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে নীতি আয়োগের মিটিং ডাকা হয়েছে।

এই মিটিং এ আলোচনা হতে পারে ফসলের বৈচিত্র্য এবং তৈলবীজ , ডা ল এবং কৃষি, জাতীয় শিক্ষানীতি , স্কুল শিক্ষাবাস্তবায়ন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন উচ্চ শিক্ষা এবং শহরের প্রসাশন ।

২০১৯ সালের জুলাই পর এটিই প্রথম ব্যাক্তিগত উপস্থিতি মূলক বৈঠক।কোভিড -১৯ মহামারী প্রেক্ষাপটে এবং আগামী বছর জি ২০ প্রেসিডেন্সি ও শীর্ষ সন্মেলন সামনে। যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় ভারতের জন্য জি ২০ বৈঠক রাজ্য গুলো কি কি ভূমিকা পালন করবে সেখানে তা তোলা হবে।

আয়োগের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বৃহত্তর রাজ্য, ছোট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ভাগ করা হয়েছে।বৃহত্তর রাজ্য গুলো হয়েছে গুজরাট, কেরালা, পাঞ্জাব ।

ছোট রাজ্যে জায়গা পেয়েছে গোয়া, ত্রিপুরা ও মণিপুর।

কেন্দ্র শাসিত হিসেবে জায়গা পেয়েছে চন্ডীগড়, দিল্লী, দমন ও দিউ, দাদরা ও নগরহাবেলি ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।