তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব : বাড়ছে কংগ্রেস : চিন্তায় শাসকদল বি জে পি

হাবেলী প্রতিবেদন। আগরতলা।৭আগষ্ট।

শাসক বি জে পির কাজকর্মে ক্ষুব্ধ হয়ে প্রতিদিন কর্মী সমর্থক কংগ্রেস দলে ভিড় করছে। আজ বি জে পি এবং তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে সদল বলে বিশাল অংশের কর্মী সমর্থক কংগ্রেস দলে যোগদান করেছেন। যার মধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী রয়েছেন।এবং বি জে পি র মন্ডল জেলা বুথ কমিটির সদস্য যোগ দিয়েছেন। রাজধানী আগরতলা শহরের মধ্যে খয়েরপুর,সূয্যমনিনগর এবং বনমালী পুর বিধানসভা কেন্দ্রের জনগন। রাজ্য কংগ্রেস দলের অফিস সামনে এক সভার মাধ্যমে দলত্যাগীদের কংগ্রেস বরণ করে নিয়েছে।

সভায় কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং , বিধায়ক সুদীপ রায়বর্মন এবং প্রাক্তন বিধায়ক আশীষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন পূজার আগেই বি জে পি ত্যাগ করে বিধায়ক এবং কর্মী সমর্থক কংগ্রেস দলে যোগ দান করবে।বি জে পি অনেক ই শ্রীরায়বর্মণ সাথে যোগাযোগ করছেন বলে জানান।

তৃণমূল কংগ্রেস দলের রাজ্য পর্যবেক্ষক রাজীব বন্দোপাধ্যায় বলেন তারা ঘন ঘন দলত্যাগ করেন। তাদের জনগন ভালো ভাবে মেনে নিতে পারে না।এরা এসেছিল ক্ষমতা পাবার জন্য। তৃণমূল কংগ্রেস কর্মীগন জনগনের সাথে থাকে, ক্ষমতার পেছনে থাকে না।

আজ বনমালী পুর, সূর্যমণিনগর এবং খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বি জে পি কর্মী সমর্থক কংগ্রেস দলে যোগদান করেন। তাতে আগামী বিধানসভা নির্বাচনে বি জে পি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

See translation

5

People reached

0

Engagements

-2.3x lower

Distribution score

Boost post

Like

Comment

Share

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।