হাবেলী প্রতিবেদন। ১০ আগষ্ট। আগরতলা।
ভিলেজ কমিটি এবং বিধানসভা নির্বাচনের কর্মপন্থা স্থির করতে দুই দিনের রাজ্য সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা । তিনি ২৬ শে আগষ্ট রাতে আগরতলা য় আসবেন।এ দিন রাতে দলের কারো সাথে মিলিত হবেন না।
পরদিন ২৭ আগষ্ট সকালে স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দলের মন্ত্রী , বিধায়ক, সহ বিভীন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবেন। সেখানে তিনি রাজ্য সংগঠন কে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দিবেন। রাজ্যের রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হবেন।
পরদিন ২৮ আগষ্ট এ ডি সি সদর দপ্তর খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির জনজাতিদের নিয়ে এক জনসমাবেশের আয়োজন করা হবে। সেই সমাবেশে শ্রীনাড্ডাজী ভাষণ দেবেন।এই উপলক্ষে এখন থেকে জনজাতী এলাকায় রাজ্য বিজেপি কর্মকর্তা গন স্থানিয় জনগনের সাথে জনসংযোগ বৃদ্ধি করেছে।
এ ডি সি নির্বাচনের পর খুমুলুঙ এ বি জে পি উদ্যোগে এটি হবে প্রথম সমাবেশ। সেদিন বোঝা যাবে বি জে পি পাহাড়ে সংগঠন কত টুকু মজবুত করতে সক্ষম হয়েছে। তা থেকে পরিস্কার হবে পাহাড়ে ভিলেজ কমিটি নির্বাচনে কত ভিলেজ কমিটি এলাকা দখল করতে সক্ষম ।