কৃষি ও ফল চাষের মাধ্যমে স্বনির্ভর হবার আহ্বান : অনিমেষ দেবর্বমা

হাবেলী প্রতিবেদন। আগরতলা।৪ আগষ্ট।

আজ খুমুলুঙস্থিত কৃষি দফতরের কনফারেন্স রুমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জুম চাষ উপর এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন ডেপুটি সি ই এম অনিমেষ দেবর্বমা। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া ও যূব কর্মসূচি দপ্তর নির্বাহী সদস্য সুহেল দেবর্বমা। এছাড়া চীফ হুইপ রবীন্দ্র দেবর্বমা। সভাপতিত্ত্ব করেন পশ্চিম জোনের চেয়ারম্যান রনজিত দেবর্বমা।স্বাগত ভাষন রাখেন কৃষি দফতরের প্রধান আধিকারিক প্রশান্ত দেবর্বমা।
আজ ৩২ জন জুমিয়া কৃষি জীবির হাতে পাওয়ার টেলার এ ডি সি কতৃপক্ষ তুলে দেন। প্রতিটি পাওয়ার ট্রেলারে ৮৫ হাজার টাকা করে ভর্তুকি দেয়া হয়েছে।

উদ্বোধনী ভাষণে ডেপুটি সি ই এম অনিমেষ দেবর্বমা শিক্ষিত বেকার দের কৃষির মাধ্যমে স্বনিভর হবার আহ্বান জানান। তিনি বলেন এখন সরকারি চাকরি করে আগের মত সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। এখন চাকরি জীবিকে পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে না। কিন্তু একজন চাষী বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করেন। তিনি একজন চাকরি জীবি থেকে বছরে বেশি অর্থ আয় করতে পারবেন।

বিশেষ অতিথির ভাষণে ক্রীড়া ও যূব কর্মসূচি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেবর্বমা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জুম ফসল চাষ করার পরামর্শ দেন।

চীফ হুইপ রবীন্দ্র দেবর্বমা বলেন এ ডি সি অধ্যুষিত এলাকায় জলসেচের অভাবে জমি চাষ করতে পারে না চাষীরা। এই বছর অন্যান্য বছরের চেয়ে বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি কম হ ওয়ায় আমন ধান চারা এখন ও রোপণ করতে পারে নি। বিভিন্ন ছোট ছড়া তে সিজন্যাল বাঁধ দেয়া হয়। তাহলে সহজে চাষী সময়মত জমিতে ধান রোপণ করতে পারেন।

আরোও বলেন রাজ্য সরকার আজো এ ডি সি সম্পূর্ণ এলাকার জমি এখনো হস্তান্তর করে নি।মাত্র ৬টি কৃষি সাব ডিভিশন এলাকা হস্তান্তর করেছে। এই সব এলাকার চাষযোগ্য জমির উন্নয়নে এ ডি সি আর্থিক সংকটের কারণে কাজ করতে পারে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।