হাবেলী প্রতিবেদন। আগষ্ট ১০। আগরতলা।
আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এবং নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক লিমিটেড মধ্যে খুমুলুঙ মৌ স্বাক্ষর হয়েছে।
এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে এ ডি সি সংস্কার কমিটি উপদেষ্টা ও চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা , মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া , ডেপুটি সি ই এম অনিমেষ দেবর্বমা , স্বাস্থ্য দপ্তর নির্বাহী সদস্য কমল কল ই , ক্রীড়া ও যুব কর্মসূচি দপ্তর নির্বাহী সদস্য সুহেল দেবর্বমা এবং মুখ্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া উপস্থিত ছিলেন।
নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ম্যানিজিং ডিরেক্টর এবং এ ডি সি র সি ই ও সি কে জমাতিয়া মৌ স্বাক্ষর করেছেন।
বেকার সমাধান করতে ব্যাঙ্ক কতৃপক্ষ বিনা সুদে ঋণ দিবে। শীঘ্রই ব্যাঙ্কের তরফে খুমুলুঙ এ লোন মেলা আসর বসানো হবে। এই মেলা থেকে সহজে বেকার গন ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন বলে জানান ব্যাঙ্ক কতৃপক্ষ।