আগামী কাল তিপরা ক্রিকেট টুর্নামেন্ট খুমুলুঙ ষ্টেডিয়ামে

হাবেলী প্রতিবেদন। আগরতলা।১০ আগষ্ট।

তিপরা ক্রিকেট টুর্নামেন্ট খুমুলুঙ ষ্টেডিয়ামে আগামীকাল দুপুর একটায় আরম্ভ হবে। খেলার উদ্বোধন করবেন তিপরা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যূৎ কিশোর মানিক্য দেবর্বমা। আজ এ ডি সি র ক্রীড়া ও যুবকর্মসুচি দপ্তর নির্বাহী সদস্য সুহেল দেবর্বমা এ সংবাদ জানিয়েছেন।

তিনি আরো জানান পশ্চীম জোন্যাল এবং খোয়াই জোন্যাল মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চ্যাম্পীয়ন দল ৩ লাখ টাকা এবং রানার্স দল ১লাখ ৫০হাজার টাকা করে এ ডি সির পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে।

সাব জোন থেকে জোনাল পর্যন্ত নক আউট পদ্ধতিতে খেলা হয়েছে।

সুহেল দেবর্বমা জানান যুব সমাজ ড্রাগ সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে। খেলাধুলা মধ্যে দিয়ে যুব সমাজ কে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে খেলাধুলার উপর জোর দেয়া হয়েছে। তিপরা মথা এ ডি সিতে ক্ষমতায় আসার পর ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আসর ও খুমুলুঙ এ বসানো হয়েছে।

যুব সমাজ কে খেলাধুলায় মনোনিবেশ করতে আহ্বান জানান শ্রীদেবর্বমা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।