হাবেলী প্রতিবেদন। আগরতলা।৭ আগষ্ট।।
অগ্নিপথ প্রকল্প বন্ধসহ ১৬ দফা দাবির সমর্থনে আগামীকাল রাজ্যের তিন জেলায় বন্ধের ডাক দিয়েছে রাজ্য কংগ্রেস দল। দলের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা একথা জানান।
উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলাতে এই বন্ধের আওতায় আনা হয়েছে।বনধকে সফল করে তোলার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা এবং রাজ্যের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইটফ্লাং তিনি নিজে জেলায় থেকে নেতৃত্ব দিবেন।
বনধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা।
এছাড়া আরও জানান , রাজ্যের প্রতিটি মহকুমা সদরে রেল লাইন স্থাপন, কৈলাসহর এবং কমলপুর বিমান বন্দর চালু, ২০টি জনজাতিদের জন্য পৃথক পৃথক ডেভলেপমেনট কাউন্সিল গঠন সহ কংগ্রেস কর্মী সমর্থকদের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্ৰেপ্তার করতে হবে।
রাজ্যে দীর্ঘদিন পর বনধ ডেকে কতটুকু সফল করতে পারে আগামী কালেই বুঝা যাবে। জনগন কতটুকু সমর্থন করেন।
See translation

8
People reached
0
Engagements
-4.8x lower
Distribution score
Like
Comment
Share