হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে মুখ্যমন্ত্রী ড: সাহা আহ্বান

হাবেলী প্রতিবেদন।। আগরতলা।১ লা আগষ্ট।।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ঞউপলক্ষে আজাদি কি অমৃত মহোৎসব উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে সবাইকে রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে আগামী ১৩ থেকে ১৫ আগষ্ট “হর ঘর তিরঙ্গা অভিযান ” সফল করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা আহ্বান জানিয়েছেন।

এছাড়া আগামী ২ রা আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত নিজেদের সামাজিক মাধ্যমে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা ব্যাবহার করার পরামর্শ দেন তিনি।

আরো বলেন দেশের জন্য আত্মবলিদান করা স্বাধিনতা ঋসংগ্ৰামীদের নামে উৎসর্গীকৃত ৭৫টি রেল ষ্টেশন পরিচিত সকলের সামনে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর মোদী কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের আহ্বানের জন্য ই আজ দেশীয় খেলনা বিদেশে রপ্তানি করা হচ্ছে। এখন বিদেশী খেলনার আমদানি ৭০শতাংশ কমেছে। খেলনা উৎপাদনে ভারত এখন স্বয়ংসম্পূণ । যা আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো। পাশাপাশি মধু উৎপাদন দেশে বৃদ্ধি পেয়েছে।
আরো বলেন প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উৎসাহিত করছেন তা দেশবাসীর কাছে এক অন্যন্য নদীর স্থাপন করেছে।
এছাড়া উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কৃষ্টি সংস্কৃতি রৠ সাথে যুক্ত বিভিন্ন মেলাকে দেশজূড়ে প্রচারের জন্য অভিনব উদ্যোগ গ্ৰহন করেছে। আয়ুর্বেদিক চিকিৎসা কে জনগনের কাছে পৌঁছে দেয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্ৰহন করেছে।কাকড়াবন বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত জনগনের সামনে মুখ্যমন্ত্রী শ্রীসাহা একথা বলেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।