হাবেলী প্রতিবেদন। আগরতলা।১লা আগষ্ট।
রাজ্যে করোনা প্রাদুর্ভাব কিছু কমেছে। নতুন ভাবে আরো ১২৭জনের দেহে করোনার ভাইরাস পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ জনের।স্থাস্ব্য দপ্তর সূত্রে এসংবাদ জানা গেছে।
আর টি – পি সি আরে ৩৮ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ২৭১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর টি পি সি আরে ১১ জন এবং রেপিড এন্টিজেনের ২০৩ জনের দেহে করোনা সং ক্রমণ মিলেছে।এখন দৈনিক সংক্রমনের হার ৭.৭৬ শতাংশ। সুস্থ্য হয়েছে ৪৫৪ জন।সব মিলিয়ে করোনা রোগী সংখ্যা ১৭৫৮ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা ১,০৬,৫২২ জন রোগী।
এর মধ্যে ১,০৩,৭৬৮ জন সুস্থ্য হয়েছে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম জেলাতে ৩৪ জন, সিপাহী জলা জেলাতে ১৯ জন। খোয়াই জেলাতে ৭ জন। গোমতী জেলাতে ২৮ জন। ধলাই জেলাতে ৩৬ জন। উনকোটি জেলাতে ৩০ জন। দক্ষিণ জেলাতে ৪৯ জন এবং উত্তর জেলাতে ১১ জন আক্রান্ত হয়েছে।