রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা বিশিষ্ট সাহিত্যিক ড: ব্রজগোপাল রায় প্রয়াত

হাবেলী প্রতিবেদন। আগরতলা।৩১ জুলাই।

রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা বিশিষ্ট সাহিত্যিক ড: ব্রজগোপাল রায় দীর্ঘ রোগ ভোগের পর আজ সকাল নয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী, কন্যা জামাতাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
উনার মৃতদেহ বটতলাস্থিত মহাশশ্মানে শেষ কৃত সম্পূর্ণ করা হয়েছে।
আজ সকালে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উনার আগরতলাস্থিত বাসভবনে গিয়ে সকলে উপস্থিত হন। সকলে তাকে বাড়িতে শেষ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ড: রায়ের মরদেহে পূস্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা পাবলিশার্স গ্লিডের পক্ষে সমীরণ রায় এবং রঘুনাথ সরকার।
রাজ্য সি পি আই এম রাজ্য কমিটির পক্ষে প্রাক্তনমন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এক শোক বার্তায় বলেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী ড : ব্রজগোপাল রায়ের মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন সৎ সজ্জন রাজনীতিবিদ। রাজনীতির অঙ্গন ছাড়াও সাহিত্য সংস্কৃতি জগতের তিনি একজন কৃতি ব্যক্তিত্ত্ব। ড: রায়ের মৃত্যুতে সাহিত্য সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হল। ড: রায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ড.রায় ত্রিপুরা ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক দায়িত্বপ্রাপ্ত পালন করেছেন।
ত্রিপুরা বানী সাপ্তাহিক পত্রিকা র সম্পাদক ছিলেন দীর্ঘদিন। এছাড়া রাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত
ছিলেন।

হাবেলী সাপ্তাহিক পত্রিকা এবং প্রকাশনার পক্ষ থেকে ও ড.রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

তিনি রাজ্যের বামফ্রন্ট সরকার আমলে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।অত্যন্ত দক্ষতার সাথে তিনি সে সময় দপ্তর পরিচালনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।