হাবেলী প্রতিবেদন। আগরতলা।৩১ জুলাই।
কেন্দ্রীয় সরকারের কাছে জি এস টি প্রত্যাহার করার দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে তৃণমূল কংগ্রেস।রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা এবং সহ-সভাপতি নীল কমল সাহা মিছিলের নেতৃত্বে ছিলেন।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় চাকরি দুর্নীতি মামলায় জড়িয়ে গ্ৰেপ্তার হবার পর রাজ্য তৃণমূল কংগ্রেস প্রথম আন্দোলন সংগঠিত করেছে।