হাবেলী প্রতিবেদন। আগরতলা।৩০ জুলাই।
ভোটার পরিচয়পত্র সাথে আঁধার কার্ড নম্বর সংযুক্তি করণ কাজ আগামী ১লা আগষ্ট থেকে শুরু করা হবে।চলবে ৩০সেপ্টেম্বর পর্যন্ত।বুথ লেবেল অফিসার গন প্রতিটি বাড়িতে গিয়ে আঁধার কার্ড নম্বর সংগ্রহ করবেন। আজ রাজ্য নির্বাচন কমিশন কিরণ গিত্যে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
তিনি আরো জানান, ভোটার পরিচয়পত্র সাথে আঁধার কার্ড নম্বর সংযুক্তি করণ করা হলে ভূয়া ভোটা থাকবে না।এখন ফোটো ভোটার কার্ড রয়েছে।তাতে দেখা যাবে একজন ভোটার নাম দুই রাজ্যে রয়েছে। আবার চাকরি সূত্রে কারো নাম কর্মস্থ লে রয়েছে। সেখানে একটি ভোটার আই কার্ড রয়েছে। আবার গ্ৰামের বাড়িতে ও ভোটার কার্ড থাকতে পারে। অনেক ক্ষেত্রে সেগুলো যাচাই করা সম্ভব হয়ে উঠে না। কিন্তু আঁধার কার্ড নম্বর ভোটার তালিকা সাথে যুক্ত করা হলে ভূয়া ভোটার সংখ্যা বেরিয়ে আসবে বলে জানান।। আঁধার কার্ড নম্বর নির্বাচন দপ্তর সম্পূর্ণ নিরাপত্তার সাথে রক্ষা করবে। ভোটার তালিকায় আঁধার কার্ড নম্বর সংযুক্তি করণ শেষে তালিকা প্রকাশ করা হবে। তখন সম্পূর্ণ আঁধার নম্বর থাকবে না। দেশের নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক রাজ্যে এই কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন আঁধার কার্ড নম্বর সংযুক্তি করণ কাজ ২০১৪সাথে নেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই সময় কাজটি আটকে যায়। এখন আবার এই কাজটি শুরু করা হবে।
তিনি আরো বলেন আগে ১৮ বছর সম্পূর্ণ না হ ওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যেত না।তাতে করে দেখা গেছে একজন নতুন ভোটার ১৯ বছর আগে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাই এই বার নির্বাচন কমিশন স্থির করেছে যাদের বয়স ১৭ অধিক হবে। ওদের নাম ভোটার তালিকায় তোলা হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে পরে নতুন ভোটার তালিকা প্রকাশ হবে। তখন ওর বয়স ১৮ বছর পূর্ণ হবে। আঁধার কার্ড নম্বর সংগ্রহ করতে বুথ লেবেল অফিসার যারা বাড়িতে যাবেন। ওদের কে বলা হয়েছে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।আগে ভোটার তালিকা বছরে একবার সংশোধন করা হয়েছে। এখন থেকে ভোটার তালিকায় চারবার নাম অন্তর্ভূক্ত করা হবে। জানুয়ারি, এপ্রিল ,জূলাই এবং অক্টোবরে ভোটার তালিকা সংশোধন করা হবে।
যাদের ভোটার পরিচয়পত্রের ছবি, নাম ঠিকানা সহ কোনোকিছু পরিবর্তন করতে হবে । নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করে পরিবর্তন করতে পারবেন।এর জন্য কোনো ধরণের অর্থের প্রয়োজন নেই।
রাজ্যে এখন ২৭ লাখ অধিক ভোটার রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভা নির্বাচন। জানুয়ারি তে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।