দুর্নীতি মুক্ত প্রশাসন ই বি জে পির প্রধান লক্ষ মুখ্যমন্ত্রী

হাবেলী প্রতিবেদন।। আগরতলা। ৩০ জুলাই।

দুর্নীতি মুক্ত প্রশাসন জনগনকে উপহার দেওয়া ই বি জে পির প্রধান লক্ষ্য। একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্থানীয় নজরুল কলাকেন্দ্রে মোদী @২০শীর্ষক সেমিনারে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আরো বলেন বি জে পি সাশিত রাজ্যগুলোতে এখন পর্যন্ত কোনো দুর্নীতি ঘটনা ঘটে নি। বি জে পি সরকার দুর্নীতির সাথে সমঝোতা করে না। দেশের সুরক্ষায় জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।

আজ সমগ্ৰ দেশের সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলো র উন্নয়নের জন্য জাতীয় সড়কের উন্নয়নের কাজ অগ্ৰাধিকার দিয়ে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী যে দিশায় দেশের উন্নয়নে কাজ করছে তাতে ভারত আগামী দিনে সমগ্ৰ বিশ্বে শ্রেষ্ঠ আসন গ্ৰহন করবে।দেশ এমন একজনের নেতৃত্বে কাজ করছে বি জে পি কার্যকর্তাগন। তিনি দেশের অন্তিম ব্যাক্তির কাছে জনকল্যাণ মুলক কাজ পৌঁছে দিতে চান।

মোদী পানীয় জলের সমস্যা নিরসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে দেশবাসী এই জলাশয়ের জন্য জনগণ মনে রাখবেন।এটা খুব সামান্য বিষয় নয়।রাজ্যে ও মহারাজা দের আমলে পুকুর বা জলাশয় খনন করা হয়েছিল । এখন সেগুলো জনগনের কল্যাণে কাজে আসে।

আরো বলেন শুধু মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটালেই হবে না। কৃষকদের সার্বিক মানোন্নয়ন ও ঘটাতে হবে।আর সেই বিষয়ে ও বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী উঁচু মানের ভাবধারা নিয়ে চলেন। মহাত্মাগান্ধী কে সামনে রেখে তার স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছে স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়নের মাধ্যমে।আগে ছিল নির্বাচনে জয়ী হ ওয়ার রাজনীতি। এখন এই মানসিক তার পরিবর্তন হয়েছে। ২০১৪ সালের আগে থাকা সরকার গুলি দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সেখানে প্রধানমন্ত্রী প্রমান করে দিয়েছেন দুর্নীতি ছাড়া সরকার পরিচালনা করা সম্ভব। এই দিশাকে সামনে রেখে এখন দেশ পরিচালনা করেছেন।

পশ্চিমবঙ্গের একমন্ত্রী চাকরি মামলায় কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। এখন ভোট গননার মেশিন দিয়ে টাকা গুনতে হয়।আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।