হাবেলী প্রতিবেদন। আগরতলা।২৯ জুলাই।
বিভিন্ন দেশ বিদেশ থেকে ত্রিপুরাতে বেড়াতে অনেকে আসেন । বেড়াতে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথায় কিভাবে যাওয়া যায়। সেখানে যাওয়ার ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা কি রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পর্যটকগন সরকারি দপ্তরের কাছে থেকে তথ্য সংগ্ৰহ করাকে বেশি নিরাপদ মনে করেন।
রাজ্যের পর্যটন (দপ্তর) করপোরেশন এখন দৈন্যদশায় ভূগছে। বহিরাগত একজন রাজ্যে বেড়াতে এসে পর্যটন অফিসবাড়ি খোঁজে পাবে না। অফিস বাড়ির পরিচয়ের জন্য সাইনবোর্ড খুব প্রয়োজন। কিন্তু পর্যটন অফিসের সাইনবোর্ডটির দৈন্যদশা । এই সাইনবোর্ড পড়ার মত পরিস্থিতিতে নেই।সেই টি পরিবর্তন করে নতুন সাইনবোর্ড লাগানোর মত কর্তৃপক্ষের সময় পর্যন্ত নেই। সাইনবোর্ড না থাকাতে দেশ-বিদেশ থেকে বেড়াতে আসা অনেক অতিথি দের ভীষণ অসুবিধায় পড়তে হয় বলে অভিযোগ।
অফিসের সামনে রাজ্যের বিভিন্ন তথ্য সম্বলিত একটি সাইনবোর্ড রাখা হলেও পর্যটকগন উপকৃত হবেন।