হাবেলী প্রতিবেদন। আগরতলা।২৭ জুলাই।
জনগনের জীবন সম্পত্তি রক্ষার্থে গনতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধার করতে,গনতন্ত্র বাঁচাতে কংগ্রেসের মনোভাবাপন্ন সমস্তদল গুলো কে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন রাজ্য কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা।
আজ কংগ্রেস ভবনে আহূত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি।
তিনি আরো বলেন , রাজ্যের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত গুলো তে ব্যাপক আর্থিক দুর্নীতির চলছে। টি আই ডি সি তে আর্থিক দুর্নীতির জন্য রাজ্য সরকার ভিজিল্যান্স তদন্ত নির্দেশ দিয়েছেন।শ্রীসিনহা বলেন ভিজিল্যান্স তদন্ত রাজ্য সরকার অধীনে করা হয়।এই তদন্তের মাধ্যমে আসল তথ্য প্রকাশ পাবে না বলেতিনি মন্তব্য করেন। হাইকোর্ট একজন কর্মরত বিচার পতিকে দিয়ে টি আই ডি সি দুর্নীতি তদন্ত করার দাবি জানান তিনি।
বিধায়ক সুদীপ রায়বর্মন সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, অপহরণ, অত্যাচার বৃদ্ধি পেয়েছে।আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। জঙ্গলের রাজত্ত্ব চলছে বলে তিনি মন্তব্য করেন।কংগ্রেস দল করার অপরাধে সাধারণ সমর্মক, কর্মীদের উপর বি জে পি দুস্কৃতিকারীরা হামলা হুজুতি ভয়ভীতি প্রদর্শন করছে। থানায় মামলা দায়ের করা যা চ্ছে না বলে অভিযোগ করেন। আবার থানায় মামলা করা হলেও পুলিশ আসামি গ্রেফতার করে না।
উপনির্বাচনের সময় আমার উপর( শ্রীরায়বর্মণ ) হামলা সংগঠিত করা হয়েছিল। স্মার্ট সিটিতে সি সি ক্যামেরা রয়েছে। তারপর আজ পর্যন্ত ঘটনার সাথে জড়িত দোষী দের গ্ৰেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে।
এ ডি সি তে ভিলেজ কমিটি নির্বাচনের দিন ঘোষণা করার দাবি জানান। নির্বাচনে কংগ্রেস দল প্রার্থী দাঁড় করাবে বলে তিনি জানান।
রাজ্যব্যাপি কংগ্রেসদল শীঘ্রই আন্দোলন সংগঠিত করবে। । আন্দোলন সংগঠিত করতে কর্মসূচি রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা ঘোষণা করবেন বলে শ্রীরায়বর্মণ জানান।
আজ মান্দাই, মজলিসপুর এবং প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৮ জন বিভিন্ন পর্যায়ের ভারতীয় জনতা পার্টি নেতাগন দলত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেস ভবনে বীরজিৎ সিনহা এবং সুদীপ রায়বর্মন দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে বরণ করে নেন।।