হাবেলী প্রতিবেদন। আগরতলা।২৬ জুলাই।।
দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন দ্রোপদী মুর্মু। সোমবার সংসদ হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শথপ বাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ডি রামানা। শপথ গ্ৰহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য রা।
নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সমস্ত ভারতীয় দের প্রত্যাশা, আকাঙ্খা, এবং অধিকারের প্রতিক -সংসদে দাঁড়িয়ে ,আমি বিনীতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের বিশ্বাস ও সমর্থন ই নতুন দায়িত্ব পালনের জন্য একটি বড় শক্তি জোগাবে।
রাষ্ট্রপতি আরও বলেছেন আমি দেশের প্রথম রাষ্ট্রপতি ,যিনি স্বাধীন ভারতে জন্ম গ্ৰহন করেছেন।স্বাধীন ভারতে র নাগরিক দের স্বার্থে আমাদের স্বাধিনতা সংগ্ৰামীদের প্রত্যাশা পূরণের প্রচেষ্টাকে আমাদের তরাম্বিত করতে হবে।
দ্রোপদী মুর্মু হলেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করার পর জাতির উদ্দেশে প্রথম ভাষনে দ্রোপদী মুর্মু বলেছেন আমি এই পবিত্র সংসদের মাধ্যমে সমস্ত দেশবাসী কে বিনীতভাবে অভিনন্দন জানাই,তা ভারতের সমস্ত নাগরিকদের আশা আকাঙ্ক্ষা এবং অধিকারের প্রতিক।
আমার প্রতি আপনার সখ্যতা আপনার বিশ্বাস এবং আপনার সহযোগিতা আমার এই নুতন বধ্যবাধকতা পূরণের বড় শক্তি।
আমরা য খন আমাদের স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি তখন এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশ আমাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে।
আর কিছু দিন পর স্বাধীন হ ওয়ার ৭৫বছর পূর্ণ করবে।
এটাও একটা কাকতালীয় ঘটনা মে দেশ যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছিল। তখন আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল।
আর আজ স্বাধীনতার ৭৫ বছরে এসে এই নতুন দায়িত্ব পেয়েছি।
ভারতের উজ্জল ভবিষ্যতের নতুন উন্নয়ন মাত্রা, কর্তব পথে হেঁটে সকলের চেষ্টায় তা তৈরি করতে হবে।আজ কাগিল বিজয় দিবস ও। এই দিনটি ভারতের সেনাবাহিনী র বীরত্ত্ব ও সংযম উভয়ের প্রতীক।