হাবেলী প্রতিবেদন। আগরতলা। ২৬ জুলাই।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে কিছু সংবাদ গতকাল রাত থেকে প্রকাশিত হয়। সংবাদে প্রকাশ করা হয় শ্রীদেবকে দল থেকে পাঁচ বছর জন্য বরখাস্ত করা হয়েছে। এই নিয়ে আজ দিনভর রাজ্য ব্যাপি কানাগোষা চলতে থাকে।
কিন্তু আজ বিকেলে দলের রাজ্য সদর দপ্তরে দুই দিনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গন উপস্থিত রয়েছেন। এছাড়া এই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য সদস্যরা উপস্থিত থাকবেন। আজ দিল্লী থেকে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই বৈঠকে আজ বিকেলে রাজ্য সদর দপ্তরে এসে কার্যকর্তাদের বৈঠকে যোগদান করেছেন। দলীয় কর্মীদের মধ্যে স্বস্তি নেমে আসে।