হাবেলী প্রতিবেদন। আগরতলা। ২৪ জুলাই।
দলের বিরুদ্ধে এবং দলের দাপটে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে সরাসরি দুর্নীতিসহ নানান বিষয়ে সাংবাদিকদের সাথে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। বিষয়টি প্রকাশ্যে আসার সাথে দলের ভেতরে এবং বাইরে শুরু হয় আ্লোড়ন। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয় জানতে পারেন। তিনি সাথে সাথে বিধায়ক শ্রীভৌমিকে সর্তক করে দেন। রাজ্যের দলের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক ফনিন্দ্র নাথশর্মা ও ক্ষোভ প্রকাশ করেন।শ্রীভৌমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়।শ্রীভৌমিক সম্পূর্ণ দলবিরোধী কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেন।কোন ধরনের ক্ষোভ থেকে থাকে তাহলে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পরার্মশ দেন।
যদিও রতন লাল নাথ তিনি অরুণ ভৌমিক বিরুদ্ধে কোন মন্তব্য করেন নি। রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা রাজ্য সভাপতি দল বিরোধী কার্যকলাপ জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে।