হাবেলী প্রতিবেদন। আগরতলা। ২২ জুলাই।।
স্বাধীনত্তোর ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা কে পরাজিত করেছেন। আগেই অনুমান করা হয়েছিল মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন।তাই হল। তিনি ভোট পেয়েছেন ৬ লক্ষ ৭৬ হাজার ৮০৩ টি। উনার বিপরীতে প্রার্থী যশবন্ত সিনহা ভোট পেয়েছেন ৩ লক্ষ ৮০ হাজার ১৭৭ টি। মুর্মু ৬৪ শতাংশ বেশি ভোট পেয়েছেন।এন ডি এ বিরোধী শিবিরে ভাঙ্গন ধরাতে পেরেছেন। বিরোধী শিবিরের ১০৪ জন বিধায়ক এবং ১৭ জন সংসদ সদস্য ক্রস ভোট প্রদান করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। আগামী ২৫ জুলাই তিনি শপথ গ্ৰহন করবেন।
উল্লেখ্য বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ২হাজার থেকে একটু বেশি। আগামী ২৪ জুলাই রামনাথ কার্যকাল মেয়াদ শেষ হবে।
এদিকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বত্র শুরু হয়ে যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। উড়িষ্যা উনার রাজ্য। জয়ী ঘোষণা হবার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে শুভেচ্ছা জানাতে থাকেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মুর্মু
___&__
তিনি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি । ১৬ তম ।
জন্ম ২০ জূন ১৯৫৮ সাল।
প্রথম ১৯৯৭ সালে পুর ভোটে জিতে প্রথমবার কাউন্সিলর হন। সেই সাথে রাইরংপুর পুরসভার ভাইস-চেয়ারম্যান। পরে তিনি ২০০০ এবং ২০০৪ সালে রাইরংপুর থেকে বিধায়ক হন। দলের অন্যান্য কাজের দায়িত্ব ও পালন করেছেন।
২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বি জে পি আদিবাসী মোর্চার জাতীয় কর্ম সমিতির সদস্য ছিলেন। ২০০৬ থেকে ২০০৯সাল পর্যন্ত ওড়িশা বি জে পি আদিবাসী মোর্চার সভানেত্রী হন।
২০১০সালে ময়ুরভঞ্জ পশ্চিম জেলা সভাপতি ও হন।
ঝাড়খন্ডের রাজ্যপাল দায়িত্ব পালন করেন ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত।
আমাদের রাষ্ট্রপতিগন
______
১) রাজেন্দ্র প্রসাদ
২) রাজেন্দ্র প্রসাদ ১৯৫০-৬২
৩)সর্বপল্লী রাধাকৃষ্ণান। ১৯৬২-৬৭.য়
৪) জাকির হোসেন ১৯৬৭-৬৯
৫) বরহগিরি ভেঙ্কটগিরি ১৯৬৯-৭৪
৬) ফকির আলি আহমেদ ১৯৭৪-৭৭
৭) নিলাম সঞ্জিব রেড্ডি ১৯৭৭-৮২
৮) ঞ্জানি জৈল সিং ১৯৮২-৮৭
৯)রামস্বামী ভেঙ্কটরামন ১৯৮৭-৯২
১০) শঙ্কর দয়াল শর্মা ১৯৯২-৯৭
১১) কে আর নারায়নম ১৯৯৭-২০০২
১২) এ পি জে আবদুল কালাম ২০০২-২০০৭
১৩) প্রতিভা দেবী সিং পাতিল ২০০৭- ২০১২?
১৪) প্রনব মুখার্জি ২০১২-২০১৭
১৫) রামনাথ কোবিন্দ ২০১৭-২০২২
১৬) দ্রৌপদী মুর্মু ২৫/৭/২০২২