হাবেলী প্রতিবেদন। আগরতলা। ২১ জুলাই।
আগামী কাল সকালে পুনরায় ট্রেন চলাচল আগরতলা থেকে শুরু করা হবে। মার্চে প্রবল বৃষ্টির কারণে বদরপুর থেকে লামডিং পর্যন্ত ট্রেন লাইন ভীষণ ক্ষতি হয়েছিল। সেই জন্য এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। রেল দপ্তরের উত্তর পূর্বাঞ্চলের শাখা নষ্ট হ ওয়া লাইন মেরামত কাজ যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ করেছে। আগামী কাল থেকে পুনরায় আগরতলা থেকে কলকাতা, দিল্লী হায়দরাবাদ, দেওগড়সহ সমগ্ৰ দেশের সাথে আগের মত ট্রেন চলাচল স্বাভাবিক নিয়মে চলাচল করবে।ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার যাত্রীগন চরম দুর্ভোগে পড়েছিল। বিমান এবং সড়কের মাধ্যমে দেশের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ করতে হয়েছিল।ট্রেন চলাচল শুরু হ ওয়ায় জনগনের র্দুভোগ লাগব হবে। আগরতলা থেকে শিলচর , মনিপুরের সাথে ট্রেন চলাচল অব্যাহত থাকবে।